ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, সাংবাদিকতার জায়গাটা জবাবদিহিতার। আমার মতো কমিশনারের দায়কেও জবাবদিহিতার আওতায় নিয়ে এসেছেন সাংবাদিকরা।

আমি যদি সত্যি মানুষের জন্য, কল্যাণের জন্য কাজ করতে চাই তাহলে আমার আসলে চুরি করার কিছু নেই, অবকাশেরও কিছু নেই। সাংবাদিক-পুলিশ আমরা সবাই পারস্পারিক সহযোগী হয়ে মানুষের পাশে থাকব।

ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় শুরু হতে যাচ্ছে ক্র্যাব-ওয়ালটন ক্রীড়া উৎসব-২০২১। সোমবার (৮ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি চত্বরে ক্রীড়া উৎসবের উদ্বোধন করা হয়, সেখানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।