হৃদরোগে আক্রান্ত হয়ে আজ শুক্রবার (১৮ মার্চ) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল বাশার নুরু মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। দীর্ঘদিন হার্টের সমস্যা ভুগছিলেন। সাংবাদিক নুরের মেয়ে নওরিন জানান, আজ সকালে হঠাৎ করে তার শরীর খারাপ হলে উত্তরার লুবানা জেনারেল হাসপাতালে নিযে যাওয়া হয়।
এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জুমার নামাজের পর উত্তরায় তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ নেয়া হবে জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে।
সেখানা জানাযা ও শ্রদ্ধা নিবেদন শেষে ফরিদপুরের নিজ গ্রামে পারিবারিক গোরস্তানে দাফন করা হবে। সাংবাদিক আবুল বাশার নুরুর মৃত্যুতে সাংবাদিক সমাজ তার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।