কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় ক্যান্সার প্রতিরোধে সচেতনতামুলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার রাত ৯টা থেকে জেলা প্রেসক্লাব নিজস্ব মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করে।
জেলা প্রেসক্লাবের সভাপতি মো: কায়েস উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ জার্মানে বসবাসরত নওগাঁর কৃতিসন্তান ডাক্তার গোলাম আবু জাকারিয়া।
এ সময় নওগাঁর সিভিল সার্জন ডাক্তার আবু হেনা মুহাম্মদ রাইহানুজ্জাম সরকার, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডাক্তার আশেক হোসেন, নওগাঁ সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো: শরিফুল ইসলাম খান, আলোর ভূবন ট্রাষ্টি বোর্ডের ডাক্তার হাসিন অনুপমা আজহারি, প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাবেক মো: নবির উদ্দিন ও সাবেক সভাপতি এমদাদুল হক, যুগ্ম সম্পাদক আব্দুর রউফ পাভেল এবং রোটারিয়ান আব্দুস সালাম বক্তব্য রাখেন।
এ মতবিনিময় সভায় জেলা প্রেসক্লাবের সকল সদস্য ছাড়াও বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।