ইলিয়াস হাওলাদার, কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ ঝালকাঠি জেলা কাঠালিয়া উপজেলার ১৯ জুলাই মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের সভা কক্ষে বাংলাদেশে একজন মানুষ গৃহহীন থাকবে না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কর্তৃক ভূমিহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম এর তৃতীয় পর্যায়ের (দ্বিতীয় ধাপ) শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিংয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার, কাঠালিয়া উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ আবুল বাশার বাদশা, কাঠালিয়া উপজেলা সহকারী প্রোগ্রামার ও প্রকৌশলী অতনু কুমার দাস,
উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ পারভেজ জোমাদ্দার, কাঠালিয়া সাংবাদিক ক্লাবের সভাপতি আসাদুজ্জামান সোহাগ, কাঠালিয়া প্রেসক্লাব ও কাঠালিয়া নাগরিক ফোরামের সাংগঠনিক সম্পাদক মোঃ রাজিব তালুকদার, কাঠালিয়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও কাঠালিয়া নাগরিক ফোরামের দপ্তর সম্পাদক মোঃ ইলিয়াস হাওলাদার, আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারীগন।
উক্ত প্রেসব্রিফিং বক্তব্যে কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার সাংবাদিকদের বলেন আমাদের কাঠালিয়া উপজেলায় প্রথমে মাত্র ৫০টি ঘর পেয়েছিলাম কিন্তু পরবর্তীতে আরও ঘরের চাহিদা চেয়ে জেলা প্রশাসক মহোদয়ের নিকট ৪৭৭ টি ঘর পেয়েছি।
আমার কাছে যখন তথ্য এসেছে যে কোন ব্যক্তির জমি নাই ঘর নাই তখন আমি সাথে সাথে তাদের ঘর দেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেই। এবং একই সাথে কাঠালিয়া উপজেলার গৃহহীন মুক্ত ঘোষণা করলাম। আগামী ২১ জুলাই ২০২২ তারিখে বৃহস্পতিবার সকাল ১০ টায় মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে উপকার ভুগি পরিবারের নিকট উন্নয়ন কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।
এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, আওয়ামী লীগের কাঠালিয়া উপজেলা সহ সভাপতি, কাঠালিয়া প্রেসক্লাবের সাংবাদিকরা, প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।