পাইকগাছায় জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাঁটার মধ্যে দিয়ে উৎযাপিত হয়েছে।
সোমবার সকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক যায়যায়দিন পত্রিকার পাইকগাছা প্রতিনিধি এস এম আলাউদ্দিন সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহরিয়ার হক, পৌর প্যানেল মেয়র মাহবুবর রহমান রঞ্জু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, প্রেস ক্লাবের সহ-সভাপতি সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, সাংবাদিক এন ইসলাম সাগর, জি এম মিজান, স্নেহেন্দু বিকাশ, প্রমথ সানা, বিভাসিন্ধু সরকার, আলাউদ্দিন রাজা,বজলুর রহমান,এফ এম বদিউজ্জামান, আসাদুল ইসলাম,পূর্ণ চন্দ্র মন্ডল, কৃষ্ণ রায়,এইচ এম হাসেম, শেখ নাদির সহ অন্যান্য সাংবাদিক ও অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।