মাজেদুর রহমান (মাজদার), পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার পুঠিয়া সাংবাদিক সমাজের আগামি তিন বছরের ১৪ সদস্যের কমিটিগঠন করে নাম ঘোষণা করা হয়েছে। এ কমিটির শেখ রেজাউল ইসলাম লিটন সভাপতি ও কে এম রেজা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।

শনিবার বিকাল ৫টায় পুঠিয়া সাংবাদিক সমাজের কার্যালয়ে কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সাভায় সাংবাদিক সমাজের সভাপতি শেখ রেজাউল ইসলামের সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে পুনরায় দৈনিক ইনকিলাবের পুঠিয়া সংবাদদাতা, দৈনিক বার্তার পুঠিয়া প্রতিনিধি ও অনলাই প্রত্রিকা বার্তা বিডি ২৪ ডটকমের স্টাফ রিপোর্টার শেখ রেজাউল ইসলাম লিটনকে সভাপতি ও দৈনিক যুগান্তরের পুঠিয়া প্রতিনিধি কে এম রেজাকে সাধারণ সম্পাদক করে আগামি তিন বছরের ১৪ সদস্যের কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি অনলাইন পত্রিকা সিডনি নিউজ ২৪ ডটকম ও ফাইনালশিয়াল পোস্টের পুঠিয়া প্রতিনিধি সাজেদুর রহমান জাহিদ, সহ-সভাপতি দৈনিক সানশাইন ও বাংলাদেশ টুডের পুঠিয়া প্রতিনিধি মেহেদী হাসান, যুগ্নসম্পাদক নিজস্ব প্রতিবেদক দৈনিক সোনার দেশের তারেক মাহামুদ,

সাংগঠনিক সম্পাদক দৈনিক মানব কণ্ঠ ও ডেইলি ইন্ডাস্ট্রির পুঠিয়া প্রতিনিধি মনিরুজ্জামান, অর্থ সম্পাদক দৈনিক ভোরের ডাকের পুঠিয়া প্রতিনিধি মফিজুল ইসলাম ডলার, দপ্তর সম্পাদক অনলাইন পত্রিকা তরঙ্গ নিউজ ২৪ ডটকমের পুঠিয়া প্রতিনিধি এস, এম হাসানুল ইসলাম,

নির্বাহী সদস্য বিশেষ প্রতিনিধি দৈনিক প্রতিদিনের সংবাদের এ, এইচ, এম তরিকুল ইসলাম, নির্বাহী সদস্য বিশেষ প্রতিনিধি ফাইনালসিয়াল পোস্টের এস, এম শামসুজ্জোহা, নির্বাহী সদস্য দৈনিক আমাদের সময়ের ইউনুস আহম্মেদ শিশির,

নির্বাহী সদস্য দৈনিক গণধ্বনি প্রতিদিনের এস,এম আব্দুর রহমন, সদস্য দৈনিক আমার সংবাদের মাজেদুর রহমান মাজদার ও সদস্য দৈনিক আমাদের রাজশাহীর পুঠিয়া প্রতিনিধি মারসিফুল ইসলাম সুইট।