এসএম রুবেল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ সময় টিভির বার্তা প্রধান মুজতবা দানিশের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক সমাজের আয়োজনে মানববন্ধনে অংশ নেন জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী এবং সচেতন ব্যক্তিরা।
প্রতিবাদ সভা ও মানববন্ধনে বক্তব্য রাখেন,সিনিয়র সাংবাদিক নাসিম মাহমুদ,প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন দিলু,সমকালের সিনিয়র সাংবাদিক এ কে এস রোকন ও রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাড. আসলাম-উদ-দৌলা,চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সম্পাদক কামাল উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু,সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, জাকির হোসেন পিংকু,তারেক রহমানসহ অন্যান্যরা।
বক্তারা অভিযোগ করে বলেন,মূলত ডিজিটাল নিরাপত্তা আইনের অপ্রয়োগের মাধ্যমে সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে। এতে গণমাধ্যমের উপর নিয়ন্ত্রণ করা হচ্ছে। তাই অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।
উল্লেখ্য, ২০২২ সালের ০৮ আগস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল হকের বিরুদ্ধে ফলাফল জালিয়াতির অভিযোগ তদন্তে ৪ সদস্যেও কমিটি গঠন শিরোনামে সময় সংবাদে খবর প্রকাশিত হয়। পরে ২০২২ সালে ২১ সেপ্টেম্বর রংপুরে ডিজিটাল আইনে মামলা সময় সংবাদের বার্তা প্রধান মুজতবা দানিশ ও রংপুর ব্যুরো প্রধান রতন সরকারের নামে মামলা করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।