মোঃহিরু মিয়া,ঝিনাইদহ প্রতিনিধিঃ বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সংগঠন ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির বার্ষিক বনভোজন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ মার্চ দিনব্যাপী দেশের ঐতিহ্যমন্ডিত পর্যটন কেন্দ্র জোহান ড্রিম ভ্যালী পার্কে ইউনিটির সদস্যদের পারিবারিক এই মিলন মেলা আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।
রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি সিরাজুল ইসলাম মল্লিক,লিটন হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামন সুমন,সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, কোষাধ্যক্ষ সম্রাট শাহ,প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম রবি,দপ্তর সম্পাদক মুক্তার হোসেন,সংবাদপত্র বিষয়ক সম্পাদক ইব্রাহীম হোসেন,নির্বাহী সদস্য মাজেদ রেজা বাধন,ইমদাদুল হক, এইচ এম ইমরান,সদস্য শিহাব মল্লিক.সাইফুল ইসলাম,এনায়েত হোসেন,লালন মন্ডল,মাহমুদ আল হাসান সাগর,শহিদুজ্জামান বাবু,রাজিব হাসান টিপু,কামরুজ্জামান লিটন,আশরাফুল ইসলাম,আহসানুল কবির হিরো,মাসুম রানা প্রমূখ। অনুষ্ঠানের সার্বিক উপস্থাপন এবং ব্যবস্থাপনায় ছিলেন ইউনিটির সাধারণ সম্পাদক সাহিদুর রহমান সন্টু।
সভাপতি তার বক্তব্যে বলেন, আজকের এই পারিবারিক মিলন মেলা প্রমাণ করে ঝিনাইদহের সাংবাদিকরা ঐক্যবদ্ধ। রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকরা উন্নয়ন সাংবাদিকতা এবং অনুসন্ধানী সাংবাদিকতা করে সাধারণ মানুষের মনে জায়গা করে নিতে পেরেছে। তিনি বলেন এই সংগঠন একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করে সারা দেশে একটি দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, মহান এই পেশার মর্যাদা রক্ষায় ইউনিটির সকল সদস্য অনুসন্ধানী সাংবাদিকতা করে সংবাদের পেছনের সংবাদ পরিবেশন করে যাচ্ছে। এ কারনে জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,সকল রাজনৈতিক দল,সামাজিক,সাংস্কৃতিক সংগঠন,পেশাজীবী সংগঠন সহ সকল সুধী সমাজের কাছে গ্রহনযোগ্যতা পেয়েছে। আলোচনা সভা শেষে সাংবাদিক সদস্যদের পারিবারিক মিলন মেলার এই স্মৃতি ধরে রাখার জন্য ফটো সেশন, প্রীতি ভোজ অনুষ্ঠিত হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।