![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/06/received_928761801027013.jpeg)
ঠাকুরগাঁওয়ে গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান উপলক্ষে সংবাদ সম্মেলন
মোঃ আল-আমিন, ঠাকুরগাঁও ব্যুরো প্রধান
দ্বিতীয় পর্যায়ে ঠাকুরগাঁওয়ে ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জেলা প্রশসক ড.কে এম কামরুজ্জামান সেলিম জানান, আগামী ২০ জুন ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধাণমন্ত্রী একযোগে দ্বিতীয় পর্যায়ে গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন। এ পর্যায়ে ঠাকুরগাঁও জেলার পাঁচটি উপজেলায় ২২ হাজার ৯৬টি আশ্রয়ন প্রকল্পের ঘর বরাদ্দ দিয়েছেন। এর মধ্যে ১৮শ পাঁচটি ঘরের উদ্ভোধন করা হবে। যার প্রতিটি ঘরের বরাদ্দ ধরা হয় ১লাখ ৯০ হাজার টাকা। আর কাজ চলমান বাকি ঘড়গুলোর কাজ শেষ হলে সময়মত উদ্বোধনের উদ্যোগ গ্রহন করা হবে।
আমরা মনে করি প্রতিটি গৃহহীন পরিবার তাদের আবাসস্থল হিসেবে ঘরগুলো বরাদ্দ পাবেন। এতে গৃহহীনরা অনেকটাই সাচ্ছন্দে জীবনযাপন করবেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কামরুন নাহার, স্থানীয় সরকার এর উপ-পরিচালক নুর কুতুবুল আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, ভুমি কর্মকর্তা কামরুল হাসান সোহাগ, ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমদাদুল ইসলাম ভুট্টো, সম্পাদক আব্দুল লতিফ লিটুসহ জেলার প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।