বিজয়ের ৫০ বছরে ঢাকা পোষ্টের বিশেষ আয়োজন বিজয়ের স্মৃতিচারণায় ঠাকুরগাঁওয়ে বীর মুক্তিযোদ্ধার গল্প প্রচারিত হওয়ায় বীর মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ১২ ডিসেম্বর সন্ধ্যায় ঠাকুরগাঁও রিপোর্টাস ইউনিটি কার্যালয় এ সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে ঢাকা পোষ্টের জেলা প্রতিনিধি এম এ সামাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ শামসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও রিপোর্টাস ইউনিটির সভাপতি মোঃ ইমাদাদুল হক ভুট্রো। আরও রিপোর্টাস ইউনিটির কার্যকরী সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ঠাকুরগাঁওয়ের বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ সিদ্দিকি কে বীর মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান করা হয়।

বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ সিদ্দিকি বলেন, ঢাকা পোষ্টের পক্ষ থেকে আমাকে সম্মাননা প্রদান করায় আমি ঢাকা পোষ্টের সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে এ ধরনের সম্মাননা প্রদান যুগ যুগ ধরে ঢাকা পোষ্ট করুক এই প্রত্যাশা রইল।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ঠাকুরগাঁও রিপোর্টাস ইউনিটির সভাপতি ইমদাদুল হক ভূট্রো বলেন, বিজয়ের মাসে এ ধরনের ব্যতিক্রম উদ্যোগ নেওয়ায় ঢাকা পোষ্টকে শুভেচ্ছা জানাই৷ এ ধরনের সম্মাননা প্রদান অনুষ্ঠান শুধু মাত্র ঢাকা পোষ্ট করায় আমি তাদের সকল কলাকৌশলেদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে ঢাকা পোষ্টের সফলতা কামনা করছি।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ শামসুজ্জামান বলেন, বিজয়ের ৫০ বছরের বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানটি আসলে প্রশংসনীয়। আমি ঢাকা পোষ্টের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এ ধরনের যুগোপযোগী কর্মসূচি পালন করার জন্য। আগামীতেও ঢাকা পোষ্ট দেশ ও জনগণের স্বার্থে ভাল কাজ করে যাবে।