নীলফামারীতে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ছাত্র ফ্রন্টের মানববন্ধন
নুরুজ্জামান সরকার, জেলা প্রতিনিধি (নীলফামারী):
সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও সচিবালয়ে আটকে রেখে নির্যাতনের সাথে জড়িতদের শাস্তি দাবিতে নীলফামারিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মানববন্ধন।
আজ মঙ্গলবার (১৮ মে) সন্ধ্যা ৭ টায় নীলফামারীর ডিমলা উপজেলার ডাঙ্গারহাটে ছাত্র ফ্রন্টের প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন।পেশাগত দায়িত্ব পালনরত অবস্থায় প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে সচিবালয়ে অবরুদ্ধ করে রেখে নির্যাতন ও পরবর্তীতে মামলা দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে, ছাত্র ফ্রন্টের জেলা কমিটির সংগঠক জাকির হোসেন এর সভাপতিত্বে বক্তব্য দেন, বাসদ জেলা আহ্বায়ক ইউনুছ আলী, জেলা ছাত্র ফ্রন্ট, সদস্য সচিব সাজু ইসলাম, জেলা সদস্য মেহেদী হাচান,জেলা ছাত্র ফ্রন্টের সদস্য আলামিন ইসলাম প্রমূখ।
নেতৃবৃন্দ বেলেন, অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি এবং তার ওপর নির্যাতনের সাথে জড়িত সচিবালয় কর্মকর্তাদের শাস্তির দাবি করেন। মত প্রকাশ ও স্বাধীন অনুসন্ধানী সাংবাদিকতার পরিপন্থী ডিজিটাল নিরাপত্তা আইন ও অফিস সিক্রেটস অ্যাক্ট বাতিলের দাবি জানান। এছাড়াও ‘গোপন’ ফাইলে কি এমন তথ্য আছে তা জনসম্মুখে প্রকাশের দাবিও জানান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।