নিজস্ব প্রতিনিধি: গত ২৮ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন(আরজেএফ) এর জাতীয় কাউন্সিলে যশোর জেলা থেকে কেন্দ্রীয় কমিটিতে নবনির্বাচিত নেতৃবৃন্দ যশোর-৩ আসনের এমপি কাজী নাবিল আহমেদের সহিত সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
এসময়ে যশোরে কাজী নাবিল আহমেদ এমপির নিজস্ব বাসভবনে সহিত সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন আরজেএফ কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক এনামুল হাসান নাঈম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সানোয়ার আলম সানু, সহ গণযোগাযোগ বিষয়ক সম্পাদক সুমন চক্রবর্তী, যশোর জেলা শাখার সভাপতি আবিদুর রেজা, সম্পাদক মো: সাইফুল ইসলাম, মহিলা সম্পাদিকা সঞ্চিতা বিশ্বাস,সদস্য মুক্তাদের হোসেন,সদস্য মো: জাহাঙ্গীর আলম, সদস্য মোছা: আমিরুন নেছা প্রমূখ।
এ সময় কাজী নাবিল আহমেদ এমপি আরজেএফ এর নব নির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান এবং পেশাগত দায়িত্ব পালনকালে আরজেএফ সদস্যদের সর্বাত্বক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।