জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার (২৪ এপ্রিল) সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাব প্রাঙ্গণে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার ও দোয়া মাহফিলে সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ এর সভাপতিত্বে ও সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা: মুরাদ হাসান এমপি।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান ও উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপজেলা জাতীয় পার্টি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ,পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আশরাফুল আলম মানিক, কামরাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম, সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) আব্দুল মজিদ,পৌর জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব আসাদুল্লাহ, তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল লতিফ, পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল, মোহাম্মদ আলী ও আব্দুল হক তরফদার, শিমলা বাজার টাউন বণিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা জিন্নাহ ও পৌর আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল মান্নান মানুসহ রাজনৈতিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন পেশাজীবী, সাংবাদিকবৃন্দ ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন।