নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাজ্জাদ আলম খান সজল রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি এই সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন। আরজেএফ’র চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম ও মহাসচিব আল আমীন শাওন জানান, যুগ্ন মহাসচিব পদটি শুণ্য হওয়ায় সাংবাদিক সাজ্জাদ আলম খান সজলকে এই পদে নির্বাচিত করা হয়েছে।
সাংবাদিক সাজ্জাদ আলম খান সজল দৈনিক সংবাদ সারাদেশ পত্রিকার সহ-সম্পাদক, পরিচালক আরজেএফ টিভি যুগ্ন সম্পাদক আরজেএফ নিউজ ডট কম ও দৈনিক কলম কথা পত্রিকার প্রধান উপদেষ্টা হিসেবে কর্মরত আছেন।
তিনি দৈনিক রানার, দৈনিক নতুন সময়, দৈনিক যশোর দর্পন, দৈনিক আমার জমিন,দৈনিক সকালের সময় ও দৈনিক ওশান পত্রিকার ষ্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেছেন। এছাড়া সংবাদ সংস্থা
এনএনবি ও দৈনিক দিনকাল পত্রিকায় জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। সাংবাদিকতায় বিশেষ অবদনের জন্য ভাষা সৈনিক ড. আব্দুল মতিন পদক-২০১৬ প্রাপ্ত,জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এ্যাডওয়ার্ড-২০১২ প্রাপ্ত, বিজয় দিবস গোল্ডেন এ্যাডওয়ার্ড-২০১৪, প্রাপ্ত মাতৃভাষা এ্যাডওয়ার্ড-২০১৫ প্রাপ্ত ও আরজেএফ এ্যাডওয়ার্ড-২০২০ প্রাপ্ত পদকে ভূষিত হয়েছেন।
সাজ্জাদ আলম খান সজল রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশনের (আরজেএফ) কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন আরজেএফ জেলা কমিটির সাধারন সম্পাদক স্বপন কুমার দাস- দৈনিক ভোরে পাতা, সহ- সম্পাদক সুলতান মোল্যা- বাংলাদেশের আলো, সাংগঠনিক সম্পাদক শুভ সরকার- দৈনিক ভোরে কাগজ, দপ্তর সম্পাদক এস কে সুজয়-দৈনিক প্রতিদিনের কথা, প্রচার সম্পাদক মধু সরকার -চ্যানেল আই, কোষাদক্ষ এস এম জিরু-দৈনিক আমারদের নতুন সময়, মহিলা বিষয় সম্পাদক সোহানা পারভিন জনি -দৈনিক কলম কথা, সহিত্য বিষয় সম্পাদক মামুন মোল্যা- দৈনিক জনতা, সহ-প্রচার সম্পাদক জোছেফ -দৈনিক নতুন সময়,সম্মানিত সদস্য মোস্তফা কামাল -আর টিভি, আব্দুল কাদের -দৈনিক গ্রামের কাগজ, ও জেলা প্রেসক্লাবের সভাপতি (খায়রুল আরিফিন রানা-সময় টিভি)।সাধারণ সম্পাদক(এ্যাড.আজিজুল ইসলাম-৭১ টিভি) সহ সকল সদস্যবৃন্দ অভিন্দন জানিয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।