মোঃ ছামিউল ইসলাম, জামালপুর প্রতিনিধিঃ সারাদেশে সাংবাদিকদের উপর নির্যাতন ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবী ও ঝালকাঠি প্রেসক্লাবের সাধারন সম্পাদক এড: আক্কাস আলী আকন্দ এর উপর হামলা এবং সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা,প্রত্যাহার এবং পেশাগত দায়িত্ব পালনে হুমকির প্রতিবাদে জামালপুরে প্রতিবাদ সভা করেছে জেলার কর্তব্যরত সাংবাদিকরা।
৩ আগষ্ট (মঙ্গলবার) ১১টায় জামালপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় প্রতিবাদ সভায় উপস্থথিত ছিলেন জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি বজলুর রহমান, সাবেক জামালপুর প্ররেসক্লাবের সভাপতি নুরুল আমিন সিদ্দিকী, সিনিয়র সাংবাদিক কাফি পারভেজ,আনোয়ার হোসেন মিন্টু, মোস্তফা মনজু,জেলা ফটো জার্সনালিস্ট এসোসিয়েশনের সভাপতি শাহাবুল আকন্দ,সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রুকনসহ অন্যান্য সদস্যবৃন্দ ও জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় সাংবাদিকরা বলেন, সারাদেশে সাংবাদিক নির্যাতন ক্রমেই বেড়েই চলেছে। সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে থাকে। কিন্তু যখনই কোন দুর্নীতি বা অন্যায় কিছু তার লেখুনির মাধ্যমে তুলে ধরা হয় তখনই সাংবাদিকদের নির্যাতন ও মিথ্যা মামলায় জড়ানো হয়। অবিলম্বে সাংবাদিকদের উপর নির্যান ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ মামলায় জড়ানো সকল সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবি জানান
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।