মেহেদী হাসান, রবিবা প্রতিনিধি: রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আত্মপ্রকাশ হয়েছে। প্রতিষ্ঠাকালীন কার্যনির্বাহী পরিষদ ঘোষণার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রবিসাস)। পরিষদে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাইজিং বিডির প্রতিবেদক মোঃ হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন চ্যানেল 24 এর প্রতিবেদক ফায়েজুর রহমান। এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এশিয়ান টিভির প্রতিবেদক মো: রাকিব মাহমুদ।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রবীন্দ্র  বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে রবিসাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া। এসময় মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদ ও চব্বিশের গণঅভ্যুত্থানের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় এবং তাদের শ্রদ্ধায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
কার্যনির্বাহী পরিষদের অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সারাবেলার প্রতিবেদক মো: মেহেদী হাসান (কোষাধ্যক্ষ), মুক্তকন্ঠের প্রতিবেদক মো: মিজানুর রহমান (দপ্তর ও প্রচার সম্পাদক) ও ভোরের বাণীর প্রতিবেদক মো: হাফিজুল ইসলাম (কার্যকরী সদস্য)।
রবিসাসের গঠনতন্ত্র প্রণয়ন ও সাংগঠনিকভাবে সমৃদ্ধ করে গড়ে তোলার লক্ষ্যে আগামী চার মাসের জন্য নিযুক্ত হয়েছেন উক্ত কার্যনির্বাহী পরিষদ। এছাড়াও নির্ধারিত সময়ের মধ্যে উক্ত পরিষদ ২য় কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন।
প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ফায়েজুর রহমান বলেন, “প্রতিষ্ঠাকালীন কার্যনির্বাহী পরিষদে আমাকে সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত করায় সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা মুক্ত চিন্তা ও লেখনীর মাধ্যমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে বস্তুনিষ্ঠ সংবাদ উপহার দিয়েছি সবসময়। এ ধারা অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের স্বার্থে সবাইকে নৈতিকতার সঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানাই।”
প্রতিষ্ঠাকালীন সভাপতি মোঃ হাবিবুর রহমান বলেন, “সাংবাদিকরা জাতির দর্পণ। সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে দেশ ও জাতির ভাল-মন্দ নানা ঘটনা, লোকচক্ষুর আড়ালে থাকা অনেক অনুসন্ধানী খবর তুলে ধরে দেশ ও সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি সব সময় বস্তুনিষ্ঠ, সঠিক, তথ্যবহুল সংবাদ পরিবেশন ও শিক্ষার্থীদের অধিকার আদায়ে দৃঢ় প্রতিজ্ঞ। সাংবাদিকদের লেখার মধ্যদিয়ে দেশ ও আন্তর্জাতিক পরিমন্ডলে আরেকধাপ এগিয়ে যাবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। আমরা ঐক্যবদ্ধ হলেই শিক্ষার্থীদের অধিকার ঠিক থাকবে। আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে অনিয়ম, দুর্নীতি কমবে এবং প্রশাসন আরও শিক্ষার্থীদের অধিকার নিয়ে সচেতন হবে।”
রবিসাসের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বিশবিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও সহকারী প্রক্টরবৃন্দ।