ক্যান্সারে প্রাণ গেলো ইকোর, বেঁচে থাকার সম্বল হারাল মা দরোদী বেওয়া
কেএম জহুরুল হক (জনি) গাইবান্ধা
ক্লোন ক্যান্সারে আক্রান্ত হয়ে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন ফুলপুকুরিয়া কলেজের একাদশের শিক্ষার্থী ইয়াসির আরাফাত ইকো(১৮) মঙ্গলবার ( ৪ঠা মে) দুপুর ১টার দিকে ইকো ঢাকার ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ইকোর চাচা মিলন।ইয়াসির আরাফাত ইকো সরকার গোবিন্দগঞ্জ পৌর শহরের চাষকপাড়া মহল্লার মৃত আজাদ মিয়ার ছেলে।ক্লোন ক্যান্সারকে জয় করে কলেজে ফিরতে চেয়েছিলো ইকো। কিন্তু তার সেই স্বপ্ন পূরণ হলো না।ইকোর পরিবার সুত্র, জানায় ছয় মাস আগে হঠাৎ করেই ইকোর পায়খানার সাথে রক্ত আসতে শুরু করে এবং পরে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়।পরে তাঁকে রংপুরের একটি হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসকেরা তাঁর ক্লোন ক্যান্সার হয়েছে বলে জানান। পরে ঢাকা ইউনাইটেড হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা করানো হয়।চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়, এলাকাবাসী জানায় স্বামী মৃত্যুর পর ইকোই ছিলো মা দরোদী বেগমের বেঁচে থাকার সম্বল।একমাত্র ছেলেকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেছেন দরোদী বেগম।ইকোর একমাত্র ছোট বোন ভাইয়ের মৃত্যু খবর শুনে কান্নাকাটি করছে বলে জানা গেছে। এদিকে ইকোর সহপাঠীদেরকে ইকোর মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করতে দেখা গেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।