![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/04/images-22.jpeg)
নীলফামারীতে পুকুরে ডুবে ১ শিশু নিহত
নুরুজ্জামান সরকার, জেলা প্রতিনিধি (নীলফামারী):
নীলফামারীর সৈয়দপুর থানায় পুকুরের পানিতে ডুবে ফাহিম হোসেন(৭) নামে এক শিশুর নিহত হয়েছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে শহরের রেলওয়ের সেতু কারখানা সংলগ্ন পুকুরে গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে।নিহত ফাহিম হোসেন সৈয়দপুর মিস্ত্রিপাড়ার শামীম আহমেদের ছেলে। সে সৈয়দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্র।
উল্লেখ্য যে, ফাহিম বন্ধুদের সাথে দুপুর ১২ টারদিকে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। এসময় অসাবধানবশত পুকুরের গভীরে চলে যাওয়ায় সে ডুবে যায়। পরে বন্ধুদের মাধ্যমে খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।