

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার ১৫ নং মোরেলগঞ্জ সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড গাবতলা গ্রামের বাসিন্দা মোঃআব্দুস সত্তার তালুকদার,বীর মুক্তিযোদ্ধ,১নং ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি। ১৯৭১ সালের তৎকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুস সত্তার তালুকদার গত ১১/ ০১/২০২১ তারিখ নিজ বাড়িতে বিদ্যুৎ বিষয়ক মেরামত কাজের সময় ভুল-বসত বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে গুরুতর আহত হয়। ঐ দিনই তাকে ঢাকা নিয়ে যাওয়া হয়।তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ঐ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল আনুমানিক রাত ১০ঃ০০ ঘটিকায় ইন্তেকাল করেন। মরহুমের নামাজের জনাজা আজ সকাল ১০ঃ০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।উক্ত জানাজায় আওয়ামিলীগের বিভিন্ন পর্যায়ের নেতা – কর্মী এবং উপস্থিত ছিলেন মোঃ হুমায়ূন কবির মোল্লা, ( সিনিয়র সহ-সভাপতি, ১৫ নং মোরেলগঞ্জ সদর ইউনিয়ন)
মোঃ জাহাঙ্গীর ফরাজি ( সাধারণ সম্পাদক, ১৫ নং মোরেলগঞ্জ সদর ইউনিয়ন যুবলীগ)
মোঃ এইচ এম রেজাউল করিম ( যুগ্ম সাধারণ সম্পাদক, ১৫ নং মোরেলগঞ্জ সদর ইউনিয়ন যুবলীগ) সহ মোরেলগঞ্জ উপজেলার নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলো।

ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।