![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2020/11/received_875513479942915-400x225.jpeg)
বেগম রিজিয়া নাসেরের মৃত্যুতে কেইউজে’র শোক
জিয়াউল ইসলামঃ বিভাগীয় ব্যুরোপ্রধান খুলনাঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একমাত্র ছোট ভাই শহীদ শেখ আবু নাসের এর সহধর্মিনী বেগম রিজিয়া নাসের এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন। একই সাথে তাঁর পরিবার যাতে এই শোক কাটিয়ে উঠতে পারেন তার জন্য দোয়া ও প্রার্থনা করেন।
বিবৃতিদাতারা হলেন ইউনিয়নের সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগ, সহ-সভাপতি হুমায়ুন কবীর ও মহেন্দ্রনাথ সেন, সাধারণ সম্পাদক ও বিএফইউজে’র নির্বাহী সদস্য সাঈয়েদুজ্জামান সম্রাট, যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ অভিজিৎ পাল, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক নূর হাসান জনি, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, আল মাহমুদ প্রিন্স ও বিমল সাহা। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের নির্বাহী সদস্য এস এম ফরিদ রানা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।