যশোরের মনিরামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক গফফার মাহমুদ মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারনে শনিবার সকাল ছয়টার দিকে ইন্তেকাল করেন। ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৩৩) বছর।

শনিবার বিকেলে উপজেলার খাটুয়াডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মরহুমের নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

মরহুমের পারিবারিক সূত্রে জানাযায়, দূর্বাডাঙ্গা ইউনিয়নের খাটুয়াডাঙ্গা গ্রামের নাসির উদ্দিন গাজীর পুত্র উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক গফ্ফার মাহমুদ শনিবার সকাল ছয়টার দিকে নিজ বাড়িতে অবস্থান কালীন মষ্তিষ্কে রক্তক্ষরন শুরু হয়। এর পরপরই তাকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তার এই অকাল মৃত্যুর খবরে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ গফ্ফার মাহমুদের বাড়িতে গিয়ে শোকতপ্ত পরিবারকে সমবেদনা জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক অ্যাড. শহীদ ইকবাল হোসেন, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল হাই, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মফিজুর রহমান, অ্যাড. মকবুল ইসলাম, আসাদুজ্জামান মিটু, খান শফিয়ার রহমান, দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপির  যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ, আসাদুজ্জামান আসাদ, বিএনপি নেতা জয়নুল আবদীন, জেলা যুবদলের সাধারন সম্পাদক আনসারুল হক রানা, সিনিয়র যুগ্ম আহবায়ক নাজমুল হক বাবুল, উপজেলা যুবদলের আহবায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ, সদস্য সচিব সাইদুল ইসলাম, মুক্তার হোসেন, আইয়ুব আলী, যুবদলের আহবায়ক আব্বাস উদ্দিন, ছাত্রদলের আহবায়ক ওলিয়ার রহমান সহ আরো অনেকে।