দীর্ঘ একটানা ৩২ বছর ৫ দিনের বিরামহীন প্রাতিষ্ঠানিক কর্মকালের পর অবসর-উত্তর ছুটিতে গেলেন ঐতিহ্যবাহী নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুনীল কুমার দাস ওরফে সুনীল স্যার।

১৯৮৯ সালের জুনে প্রয়াত প্রধান শিক্ষক নূরুল ইসলাম স্যারের হাত ধরে তার যোগদান, তারপর কেটে গেছে বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের ৩২ টি বছর। শিক্ষকতাকালীন জীবনে সাদা মনের সুন্দর এই মানুষটি তার জ্ঞান, নৈতিকতা, কর্মক্ষমতা দিয়ে স্পর্শ করেছেন অঢেল মানুষের জীবন, শিক্ষার আলোয় আলোকিত করেছেন অভয়নগরের অজস্র ছাত্রছাত্রীকে।

কর্মজীবনের এই সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে গত ১৪ জুন তিনি প্রবেশ করলেন পিআরএল বা অবসর-উত্তর ছুটিতে। এদিন স্কুলের সহকর্মী শিক্ষকেরা তার বিদায়ী শুভেচ্ছাকে রাঙ্গিয়ে তোলেন ফুলের তোড়ার মাধ্যমে অভিনন্দন জানিয়ে।

 

বেলা শেষের এই যাত্রাপথে সুনীল দাস তার স্মৃতিস্মারকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেছেন তার দীর্ঘ চলার পথে প্রয়াত সকল সহকর্মীকে, যারা হলেনঃ নিশিকান্ত বিশ্বাস, নূরুল ইসলাম, ওসমান গনি, বিমল কান্তি মন্ডল, শাহাদত হোসেন, মকবুল হোসেন, ছাঈদুর রহমান স্যার ও প্রয়াত কর্মচারী আকবর ভাই। এছাড়া তিনি ধন্যবাদ জানিয়েছেন তার চাকুরিকালের ব্যাপ্তিতে থাকা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো মাহবুব হোসেন ও বর্তমান প্রধান শিক্ষক মোঃ শহীদুল ইসলামকে যার হাত ধরেই তার চাকুরি সরকারিকরণ ও পিআরএল- এ গমন সম্পন্ন হয়।

স্কুল আঙ্গিনার অম্লমধুর সব স্মৃতিকে স্মরণ করার পাশাপাশি সকল সহকর্মী অনুজদের প্রতি তিনি প্রত্যাশা করেন যে তারা অবিচল আস্থা, নেতৃত্ব, ঐক্য ও টিম স্পিডের মাধ্যমে এলাকার গুনীজনদের হাতে গড়ে যাওয়া এই প্রতিষ্ঠানের সম্মান, সুনাম এর শ্রীবৃদ্ধিতে নিজেদের সম্পৃক্ত রাখবেন। ছকবাঁধা কর্মজীবনের ইতি যেন মুক্ত নতুন জীবনের প্রতি এক নতুন ছাড়পত্র, কিন্তু ছাড়পত্র যেমন আনন্দের তেমনি ক্লান্তিময় বিষাদমাখা।