খান মোঃ কামরুল। অভয়নগর প্রতিনিধি: যশোর, অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের কোদলা মাধ্যমিক বিদ্যালয়লের সুযোগ্য প্রধান শিক্ষক বাবুলাল তহবিলদার (৫২)ফুসফুস ক্যানসারে আক্রন্ত হয়ে গতকাল সোমবার ভোর আনুমানিক পৌনে চারটায় অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি খুলনা সিটি মেডিকেল হয়ে চিকিৎসার জন্য ভারত গমন করেন। সেখান থেকে তিনি দেশে ফিরে এসে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অচেতন অবস্থায় চিকিৎসাধীন ছিলেন।তিনি অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সেক্রেটারী ছিলেন এবং সমিতির ঊষালগ্নে সমিতি গঠনে তার অবদান অনস্বীকার্য। এছাড়াও তিনি কোদলা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে অত্যান্ত সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।সোমবার দুপুর ১২ টায় নওয়াপাড়া কেন্দ্রীয় শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই ছেলে,অসংখ্যা আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফিরোজ আলম এবং সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন সিনিয়র সহসভাপতি শেখ নজরুল ইসলাম, সহসভাপতি ধনন্জয় বিশ্বাস,যুগ্মসম্পাদক ফেরদৌস জাহান,সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, অর্থসম্পাদক সুনীল দাসসহ সকল নেতৃবৃন্দ,মরহুমের নিজ সহকর্মীবৃন্দ,বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ