ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক ইউএইচএন্ডএফপিও (সাবেক পদবি টিএইচএ) ডা.আব্দুর রশিদ (৭০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সোমবার বিকেলে ওই দুর্ঘটনাটি ঘটে।
সোমবার (৭ মার্চ) বিকেলে চরহোসেনপুর মার্কাজ মসজিদের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার আরো অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ অবস্থায় সন্ধ্যার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাকটি আটকে করে থানায় নিয়ে আসা হয়েছে। ড্রাইভার পালিয়ে গেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, ডা.আব্দুর রশিদ ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে, ৮ম বিসিএস এ সুপারিশকৃত। তিনি নেত্রকোনা জেলার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক থানা স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্ব পালন করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।