ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে (কোভিড–১৯–এ) আক্রান্ত হয়ে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে।
শনিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন উপজেলার কারোনা প্রতিরাধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন। মারা যাওয়া ওই মুক্তিযোদ্ধা হলেন আলহাজ্ব সোহরাব উদ্দিন (৭৩)।
তিনি ঈশ্বরগঞ্জ পৌরসভার বাসিন্দা ছিলেন। কিছুদিন আগে তাঁর শরীরে করোনা শনাক্ত হয়। শনিবার ঈশ্বরগঞ্জ শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে সীমিত মানুষের উপস্থিতিতে তাঁর জানাযা অনুষ্ঠিত হয়।
জানাযা পড়ান মরহুমের একমাত্র ছেলে আবু নাসের মো. জহির উদ্দিন। এর আগে উপজেলা প্রশাসন ও থানা-পুলিশ তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করে। পারিবারিক সূত্র জানা যায়, শারীরিক অসুস্থতার কারণে গত ১৫ জুলাই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মরহুমের জানাযায় উপস্থিত ছিলেন ইউএনও মো. জাকির হোসেন, পৌর মেয়র ও মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. আবদুস ছাত্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।