যশোর সদর উপজেলা চাঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ বিশ্বাস এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যশোর ৬ আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার ও বিশিষ্ট সমাজসেবক যুবনেতা তৌহিদ চাকলাদার ফন্টু।
সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু মোহিত কুমার নাথ,সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিলা ভাইস চেয়ারম্যান জোসনা আরা মিলি,
যুবলীগের প্রচার সম্পাদক পৌর কাউন্সিলর শেখ জাহিদ হোসেন মিলন,যশোর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক যশোর জেলা যুবলীগ নেতা শরিফুল ইসলাম জুয়েল, সদর উপজেলা যুবলীগের আহবায়ক অশোক কুমার বোস, যশোর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শাহজাহান কবীর শিপলু, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা এস এম নিয়ামত উল্লাহ যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস, সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব. সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক এম এম রবিউল ইসলাম, যুগ্ন আহবায়ক জাভেদ উদ্দীন, যুগ্ন আহবায়ক মুমেল হোসেন, পৌর ছাত্রলীগের আহবায়ক মেহেদী হাসান রনি, এম এম কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নুর ইসলাম, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান তৌহিদ।
যশোর জেলা ছাত্রলীগের কর্মী শোয়াইব পারভেজ শোয়েব, আরিফ হোসেন, রাশিক সহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরিবার সূত্রে জানা যায়, গত কয়েকদিন যাবৎ তিনি শারীরীক অসুস্থতায় ভুগছিলেন। আজ অবস্থার অবনতি হলে দুপুর ২ টার দিকে পরিবারের সদস্যরা তাকে যশোর দেশ ক্লিনিকে ভর্তি করেন। ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক বিকাল ৩ টা ৪০ মিনিটে তিনি মারা যান।
আব্দুল আজিজ বিশ্বাস স্ট্রোক জনিত কারণে মৃত্যুবরণ করেছেন বলে পরিবার সূত্রে জানা গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে আব্দুল আজিজ বিশ্বাসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উপজেলা ও ইউনিয়ন জুড়ে শোকের ছায়া নেমে আসে। তার দীর্ঘদিনের সহকর্মীরা ছুটে যান হাসপাতালে ও তার বাসস্থানে। সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।