জাতী হারালো আরো এক বীরমুক্তিযোদ্ধা আব্দুস ছামাদ কে

মোত্তাহিদ ইসলাম মারজান উলিপুর উপজেলা প্রতিনিধি

আজ ২৬ জুলাই উলিপুর উপজেলার ধামশ্রেনি ইউনিয়নের বিষ্ণুবল্লভ গ্রামের বীর- মুক্তিযোদ্ধা জনাব আব্দুস ছামাদ পৃথিবীর মায়া ত্যাগ করে চির নিদ্রায় শায়িত হলেন।

বাংলাদেশ আজ আরো একজন হারালেন বীর আব্দুস ছামাদ। ১৯৭১ এর পাক-হানাদার বাহিনির বিরুদ্ধে ঝাঁপিয়ে পরা, দেশের জন্য জীবনের মায়া না করে ঝাঁপিয়ে পরা এই হাজারো সৈনিকেরা একে একে চলে যাচ্ছেন।যাদের বিনিময়ে আজ আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশের।

বাংলাদেশ সরকারের নিয়ম মোতাবেক উপজেলা প্রশাসন উলিপুর এর পক্ষ থেকে গার্ড অব অনারের ব্যাবস্হা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উলিপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাম মোঃ আশরাফুল আলম রাসেল সহ উলিপুর থানার পুলিশ সুপার এর সদস্য বৃন্দ।