মোঃ ছামিউল ইসলাম, জামালপুর প্রতিনিধিঃ বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি( বাপসা) জামালপুর জেলা শাখার সভাপতি, সরিষাবাড়ী উপজেলার ৩ নং ডোয়াইল ইউনিয়ন পরিষদের সচিব মো: শফিকুল আলম (৫২) কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ২০ জুলাই ভোর রাতে টাঙ্গাইল উপজেলার মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহ…. রাজিউনমরহুমের নামাজে জানাযা ২০ জুলাই মঙ্গলবার বিকেলে তার নিজ অনুষ্টিত হয়।
ইউপি সচিব সভাপতির মৃততে গভীর শোক প্রকাশ করেছেন- জেলা প্রশাসক মুর্শেদা জামান, সরিষাবাডী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শিহাব উদ্দিন আহম্মেদ,জেলা বাপসার সাধারণ সম্পাদক মো: আবু তালেব,মেলান্দহ উপজেলার ৭ নং চর বানীপাকুরিয়া ইউনিয়ন পরিষদের সচিব মো: নজরুল ইসলাম,৬ নং আদ্রা ইউনিয়ন পরিষদের সচিব আশরাফ আলী,৯ নং ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের সচিব শামসুল আলম, মাহমুদপুর ইউনিয়ন পরিষদের সচিব নরুল ইসলাম,শ্যামপুর ইউনিয়ন পরিষদের সচিব বায়েজিদ,নয়ানগর ইউনিয়ন পরিষদের সচিব খলিলুর রহমান,ফুলকোচা ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল হালিম প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।