ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১ ভিক্ষুকের মরদেহ উদ্ধার
গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।
ঠাকুরগাওয়ের পীরগঞ্জে মঙ্গলবার উপজেলার কালু পীর নামক এলাকায় অবিনাশ চন্দ্র রায় লালবাবু(৬৫) নামে এক ভিক্ষুকের মরদেহ উদ্ধার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। জানা যায়, কালুপীরের সিবপুর এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
এবিষয়ে পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় বলেন পীরগঞ্জ-বীরগঞ্জ পাকা সড়কের কালুপীরে নুনু স’মিলের পাশে পাকা রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় অবিনাশের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় ঐ এলাকার স্থানীয়রা।
খবর পেয়ে পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।তবে প্রথমিক ভাবে ধারণা করা হচ্ছে,সড়ক দুর্ঘটনায় অবনিাশের মৃত্যু হতে পারে।তার বাড়ি দিনাজপুর জেলার কাহারোল উপজেলার কাকোর চান্দহর গ্রামে। তিনি ভিক্ষাবৃত্তি করতেন বলে ঐ এলাকার সূত্রে জানা যায়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।