আব্দুল্লাহ ফছিয়ার, স্টাফ রিপোর্টার: নড়াইল ১ আসনের সাবেক সাংসদ “মরহুম আবুল বাশার শিকদার ” সাহেবের সুযোগ্য উত্তরসূরি বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, সাবেক ছাত্রনেতা।

৯০দশকের রাজপথের লড়াইয়ের অগ্রসৈনিক। বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ-সভাপতি, প্রথম জাতীয় সম্মেলন(বঙ্গবন্ধু সৈনিক লীগ) প্রস্তুত কমিটির অন্যতম সদস্য জনাব তারিকুজ্জামান রেজা আর নেই।ইন্নাহ লিল্লাহি ওয়া ইন্নাহ ইলাহী রাজিউন।

আজ ২৫/১১/২০২১ বৃহস্পতিবার নিজ বাড়ী গ্রাম মুলশ্রি থানা নড়াগাতি নড়াইল,বিকাল ৩ টার সময় হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেন।

ভাই এভাবে চলে যাবে কখনও ভাবিনি রেজা ভাইয়ের মৃত্যুতে আমরা গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।