না ফেরার দেশে চলে গেলেন পাটগ্রাম আদর্শ কলেজের অধ্যক্ষ

 

লালমনিরহাট পাটগ্রাম উপজেলার অবস্থিত পাটগ্রাম আদর্শ কলেজের অধ্যক্ষ জনাব শাহ নূর – উন নবী আল কামাল আযাদ মৃত্যু বরন করেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্নী ইলাহীর রাজিউন)।

জানা যায় আজ বিকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় আর সেখানেই আনুমানিক সন্ধ্যা ৬ঃ২৫ মিনিটে ইন্তেকাল করেন।

তিনি পাটগ্রাম উপজেলা নিবাসী মরহুম শাহ এন্তাজ উদ্দিন আহমেদ এর দ্বিতীয় পুত্র।

মরহুমের প্রথম জানাযার নামাজ আগামীকাল সকাল ১১ঃ০০ মিনিটে পাটগ্রাম টিএন স্কুল অ্যান্ড কলেজ মাঠে এবং দ্বিতীয় জানাজার নামাজ তার নিজ গ্রামের বাড়ি জোংড়ায় দুপুর ২ঃ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে কবরস্থ করা হবে।

তার মৃত্যুতে পাটগ্রাম আদর্শ কলেজ ও পাটগ্রাম উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।