জুনাইদ আল হাবীব, নেত্রকোনা প্রতিনিধিঃ আজ নেত্রকোনার সদর উপজেলার মদনপুর ইউনিয়নের নৌকা মনোনীত প্রার্থী মো. মোস্তফা ই কাদের মারা গেছেন।

রোববার (২৪ অক্টোবর) বেলা ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। কয়েকদিন ধরে তিনি জ্বরে ভোগছিলেন। বার্ধক্যজনিত অসুস্থ্যতার জন্য তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তিনি সদর উপজেলার নন্দীগ্রামের বাসিন্দা। মোস্তফা ই কাদের অবসরপ্রাপ্ত শিক্ষক ও সাবেক ইউপি চেয়ারম্যান।

মদনপুর ইউপি যুবলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান ফারাস দিলিপ বিকেল চারটায় এ তথ্য নিশ্চিত করে বলেন, পরিবারের লোকজন লাশ নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছে। তবে এখনো বাড়ি পৌছায়নি।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল লতিফ শেখ বলেন, নৌকা মনোনীত প্রার্থী মোস্তফা ই কাদের মারা গেছেন, এমন খবর পেয়েছি। তবে অফিসিয়ালি কাগজপত্র এখনো পাইনি।

আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে নেত্রকোনার আটপাড়া, সদর ও বারহাট্টা এ তিন উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রার্থীতা যাচাই বাচাই সম্পন্ন হয়েছে। চলছে নির্বাচনী প্রচার প্রচারণা। সদর উপজেলার মদনপুর ইউপিতে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার মনোনয়ন পেয়েছিলেন মো. মোস্তফা ই কাদের।