ডাঃ আজাদ খান, ষ্টাফ রিপোর্টার, জামালপুর: চাকরির পরীক্ষা দিতে গিয়ে লাশ হয়ে ফিরলো সামিউল। চাকরির পরীক্ষা দিতে জামালপুর থেকে ঢাকায় যাওয়ার পথে পিছন থেকে আসা বাসের ধাক্কায় সামিউল ইসলাম (২২) নামে এক যুবক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৭ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সামিউলের মৃত্যু হয়। নিহত সামিউল জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের রায়দের পাড়া গ্রামের আয়নাল হকের ছেলে।

নিহতের পরিবার সুত্রে জানা যায়, ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির পরীক্ষা দিতে বুধবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন সামিউল।

বিকালে ময়মনসিংহ শহরে বাইক থামিয়ে প্রযোজনীয় কিছু কাজ শেষ করে ফের ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা এলাকায় পৌঁছলে পেছন থেকে আসা দ্রুত গতির একটি বাস তাকে ধাক্কা দেয়।

এতে সামিউল গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এদিকে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের সামিউলের ভাবী শামছুন্নাহার বলেন, চাকরির পরীক্ষা দেওয়ার জন্য মোটরসাইকেল যোগে ঢাকা যাওয়ার পথে বুধবার বিকাল ৪টার দিকে সড়ক দুর্ঘটনায় সামিউল গুরুতর আহত হয়। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে তার মৃত্যু হয়।