বৃহস্পতিবার (১৯ মে) বিকালে লালমনিরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট পৌর শাখার আয়োজনে
জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি প্রয়াত ছাত্রনেতা জহুরুল হক মামুন-এঁর সপ্তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট পৌর শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) শরীফ আহমেদ মোহন-এঁর সভাপতিত্বে বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট পৌর শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম পাপ্পু-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মতিয়ার রহমান। সম্মানিত অতিথিবৃন্দ ছিলেন আওয়ামী লীগ নেতা আলহাজ্ব গোলাম মোস্তফা মস্তু। বিশেষ অতিথিবৃন্দ ছিলেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আশরাফ হোসেন বাদল, গোলাম মোস্তফা স্বপন, সাখাওয়াত হোসেন সুমন খান, লালমনিরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম তপন। প্রধান আলোচক ছিলেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সদস্য এরশাদ হোসেন জাহাঙ্গীর। আমন্ত্রিত অতিথিবৃন্দ ছিলেন লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল আহাদ লুলু, রফিকুল ইসলাম রিপন, সাবেক ছাত্রনেতা গোলাম সারোয়ার বকুল, আতিকুর রহমান কুদ্দুস, রমজান আলী সুজন, আলী হাসান নয়ন, জহুরুল ইসলাম টিটু, মাহবুবার রহমান নয়ন, আতিকুর রহমান প্রিন্স, সাবেক সভাপতি আব্দুল খালেক বাবু, সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাবেক সভাপতি শহীদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ফরিদ হাসান সবুজ, সাবেক সভাপতি জাবেদ হোসেন বক্কর, সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, সাবেক ছাত্রনেতা শ্রী হৃদয় চন্দ্র বর্মণ, সভাপতি রাশেদ জামান বিলাশ, সাধারণ সম্পাদক আরিফ ইসলাম, সহসভাপতি মোশারফ হোসেন মামুন, সিহাব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান আওরঙ্গ, সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ্ বাহার রহিত, সহসভাপতি বিপুল আহমেদ অয়ন। এ সময় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে সকাল ৯টায় মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ, ‘৭৫-এঁর ১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদ সদস্য ও প্রয়াত ছাত্রনেতাদের আত্মার শান্তি কামনা করে নিরবতা পালন। সকাল ৯টা ১৫মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে মাল্যদান। সকাল ৯টা ৩০মিনিটে প্রয়াত ছাত্রনেতা জহুরুল হক মামুন-এঁর প্রতিকৃতিতে মাল্যদান। সকাল ১০টায় কালোব্যাচ ধারণ। সকাল ১১টায় কবর জিয়ারত। সকাল ১১টা ৩০মিনিটে প্রয়াত ছাত্রনেতা জহুরুল হক মামুন-এঁর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়ারহাট দারুল উলুম মাদ্রাসায় ৭টি ফলজ/বনজ/ভেষজ বৃক্ষরোপণ। দুপুর ১২টায় দারুল উলুম এতিমখানা মাদ্রাসায় পবিত্র কোরআন খতম ও দোয়া। বাদ জোহর নয়ারহাট এতিমখানা ও দারুল উলুম মাদ্রাসায় মিলাদ। মিলাদ শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে একবেলা আহারের ব‍্যবস্থা করা হয়।