বাগমারা প্রতিনিধি :

রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম এর পিতা মকবুল হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মকবুল হোসেন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

সোমবার বিকেল সাড়ে ৪ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

গত শুক্রবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬২ বছর। মৃত্যুকালে ছেলে- মেয়ে নাতি, নাতনী সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম মকবুল হোসেন এর বাড়ি আউচপাড়া ইউনিয়নের কোন্দা গ্রামে।

মরহুম মকবুল হোসেন এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এমপি এনামুল হক।