বিদ্যুতের তারে জরিয়ে সোহেল(৩০)নামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০আগষ্ট) সকালে ঈশ্বরগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহত সোহেলের বাড়ি ময়মনসিংহ নান্দাইল উপজেলা নান্দাইল ইউনিয়ন রসুলপুর গ্রামে। সোহেল একই গ্রামের হোসেন আলীর ছেলে। জানাযায়, সোহেল বিদ্যুতের লাইন সংযোগের কাজ করতে।

তিনি পার্শবর্তি ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নের পানান গ্রামে একটি বিদ্যুতের লাইনের সংযোগ দিতে গিয়ে বৈদ্যুতিক তার জরিয়ে যায়। এতে তিনি বিদ্যুতায়িত হয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান।

স্থানীয়রা উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।