নূরুল হক, মনিরামপুরঃ মণিরামপুর সদর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জি; মোঃ সিরাজুল ইসলামের দাদী খোদেজান বিবি (১০২) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন।

শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার শোলাকুড় গ্রামে নিজ বাড়ীতে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি —— রাজিউন)। মরহুমা খোদেজান বিবি শোলাকুড় গ্রামের মরহুম আলী বক্স মিস্ত্রির স্ত্রী ছিলেন।

মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ৩ মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। ‌এদিন জুম্মাবাদ শোলাকুড় পশ্চিমপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাপন সম্পন্ন হয়।

যুবলীগনেতা সিরাজুল ইসলামের দাদীর মৃত্যুতে বিবৃতিতে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন মণিরামপুর উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।