মণিরামপুরে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ৩নং ভোজগাতী ইউপি’র সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির মুক্তা।
রোববার সন্ধায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহী–রাজেউন)। মরহুমের পারিবারিক সূত্রে জানাযায়, রোববার বেলা ১২ টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হন। এ সময় তাকে দ্রুত যশোর ইবনেসিনা হাসপাতালে নেয়া হয়।
কিন্তু তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে খুলনায় উদ্দেশ্যে রওনা হন। কিন্তু খুলনায় পূর্বেই পথিমধ্যে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।
তিনি স্ত্রী, ৩ ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার সকাল ৯ টায় চালকিডাঙ্গা ঈদগাঁ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।