গত শুক্রবার (২০ অাগস্ট) ছিলো মণিরামপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক এম.এ রাজ্জাকের ৪র্থ মৃত্যু বার্ষিকী। মরহুমের স্মরণে ও মাগফিরাত কামনায় এদিন অপরাহ্নে প্রেসক্লাবের উদ্যোগে এক দোয়া অনুষ্ঠানের অায়োজন করা হয়। প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি ফারুক অাহাম্মেদ লিটনের সভাপতিত্বে সাধারন সম্পাদক মোতাহার হোসেনের সঞ্চালনায় দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওঃ মোঃ ইদ্রিসঅালী ।
এ অনুষ্ঠানে প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মোঃ অাব্বাস উদ্দীন, এস.এম মজনুর রহমান, যুগ্ম সম্পাদক হারুন-অর রশিদ সেলিম, অাসাদুজ্জামান রয়েল, সাংগাঠনিক সম্পাদক এস. এম সিদ্দিক,দপ্তর সম্পাদক অশোক কুমার বিশ্বাস, অাইসিটি সম্পাদক সফিয়ার রহমান, ক্রীড়া সম্পাদক রবিউল ইসলাম, নির্বাহী সদস্য অধ্যাপক হোসাইন নজরুল হক, ইউনুস অালী, প্রেসক্লাব সদস্য অধ্যাপক বাবুল অাকতার, ডাঃ এস. রহমান, অধ্যাপক এম. অালাউদ্দীন, প্রভাষক সঞ্জয় কুমার দে, রিপন হোসেন সাজু, জি. এম টিপু সুলতান, অালমগীর হোসেন, তাজাম্মুল হুসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।