নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি: মনিরামপুর প্রেসকাবের সদস্য ‘দৈনিক মানব কন্ঠ’ পত্রিকার উপজেলা প্রতিনিধি প্রভাষক সঞ্জয় দে’র বাবা ‘মমতাময়ী জুয়েলারী’র স্বত্তাধিকারী নিমাই চন্দ্র দে (৭৭) পরোলোক গমন করেছেন।

পৌরশহরের তাহেরপুর নিজ বাড়িতে শুক্রবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ইহলোগ ত্যাগ করেন। সাংবাদিক সঞ্জয় দে জানান, শুক্রবার রাত ১২ টার দিকে তার বাবার শ^াসকষ্ট দেখা দেয় এবং নিয়ম মাফিক চিকিৎসকের পরামর্শ মোতাবেক বাড়ীতেই তার সেবা চলছিল। কিন্তু রাত দেড়টার দিকে তিনি ইহলোক ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি ২ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য্যা গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে তাহেরপুরস্থ্য মণিরামপুর কেন্দ্রীয় মহাশ্মশানে মরদেহের শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়।

নিমাই দে মণিরামপুর উপজেলা জুয়েলারী সমিতির উপদেষ্টা সদস্য। তার মৃত্যুতে তার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে জুয়েলারী সমিতির শনিবার দিনব্যাপী সকল জুয়েলারী দোকান বন্ধ রাখা হয়। আর এ বিষয়টি নিশ্চিত করেছেন সমিতির সভাপতি অরুন কুমার পালিত।