মাগুরা প্রতিনিধিঃ   মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার খালিয়া গ্রাম নিবাসী বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান মুন্সি (৭০) আজ ২৩ জুন বুধবার বেলা ১ টা ৩০ মিনিটের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন । ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন। মৃত্যুকালে ৪ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাজার নামাজ আজ বুধবার বিকেল ৫.৩০ ঘটিকার সময় খালিয়া ঈদগাহ গোরস্থান মাঠে অনুষ্ঠিত হয়।এ সময় রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল ও মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব তারক বিশ্বাস সহ পুলিশবাহিনীর একটি চৌকস দল। জানাজা শেষে সন্ধ্যায় খালিয়া গোরস্থানে দাফন করা হয়েছে।