মোঃ রাশিদুল ইসলাম,মাগুরা প্রতিনিধিঃ মাগুরা জেলা জাতীয় পার্টির আহবায়ক, জেলা বারের সিনিয়র আইনজীবী এ্যাডভােকেট হাসান সিরাজ সুজার দাফন সম্পন্ন হয়েছে। সােমবার বাদ জােহর মাগুরা সদর উপজলার পারনান্দুয়ালী য়ালী বাস টার্মিনাল জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাযা শেষে নিজ গ্রাম পারনান্দুয়ালী মােল্যাপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে।
হাসান সিরাজ সুজার ছােটভাই সাংবাদিক হাসান সিরাজ জানান, গত ১ জুলাই তার ভাই করােনা আক্রান্ত হয়ে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি হন। গত রবিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার, জাসদ কেন্দ্রীয় কমিটির জাহিদুল আলম, মাগুরা জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ অহিদুল ইসলাম ফনি ও সাধারন সম্পাদক সমীর চক্রবর্ত্রী,মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু, জেলা আওয়ামী লীগের সভাপতি আ.ফ.ম আব্দুল ফাত্তাহ, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযাদ্ধা আবু নাসির বাবলুসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দল শােক প্রকাশ করেছেন। ব্যক্তিগত জীবনে অত্যান্ত সদালপী, পরোপকারী এ রাজনৈতিক নেতার মৃত্যুতে এলাকায় শােকের ছায়া নেমে এসেছে।