রূপালি পর্দার জনপ্রিয় অভিনেত্রী আনোয়ারার স্বামী মহিতুল ইসলাম আর নেই ৷ শুক্রবার (১০ ডিসেম্বর) ভোর ৩টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।) আনোয়ারার মেয়ে চিত্রনায়িকা রুমানা রাব্বানি মুক্তি সোশ্যাল মিডিয়া মুক্তি এই তথ্য নিশ্চিত করেছেন।

মুক্তি বাবার মৃত্যুর খবর জানিয়ে বলেন, ‘আমার বাবা ভোর ৩-১০ মিনিটে মারা গেছেন। বাবা নিজের অজান্তেও যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন, তাহলে ওনাকে ক্ষমা করে দিয়েন।’

বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মুক্তি। অভিনেত্রী আনোয়ারার গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে। মহিতুল ইসলাম ও আনোয়ারা দম্পতির এক সন্তান মুক্তি।

২০১৭ সালের ১৩ জুলাই প্রখ্যাত এই অভিনেত্রীর স্বামী মহিতুল ইসলাম ব্রেন স্ট্রোক করেন। রাজধানীর আগারগাঁওয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঐ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার জন্য ৩০ লাখ টাকা অনুদান দিয়েছিলেন।

১৯৭২ সালে মুহিতুল ইসলাম মুহিতের সাথে আনোয়ারার বিয়ে হয়। মুক্তি তাদের একমাত্র সন্তান। তিনিও একজন অভিনেত্রী। তার একমাত্র নাতনি কারিমা ইসলাম দরদী।