ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এমপি।
শোকবার্তায় তিনি বলেন, মাত্র ২৫ বছর বয়সে বৃটিশ রাজত্বের দায়িত্ব গ্রহণকারী রাণী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে ৭০ বছরের রাজকার্য পরিচালনার অনন্য ইতিহাসের ইতি ঘটলো।
বিরোধী দলীয় নেতা আরো বলেন,বংশানুক্রমে সিংহাসন পেলেও রাণী দ্বিতীয় এলিজাবেথ তাঁর দীর্ঘ শাসনকালের পট এঁকেছেন নির্ভুলতার সঙ্গে।
হাজার বছরের বৃটিশ সাম্রাজ্যে অনেক রাজা- রাণীর মধ্যে রাণী দ্বিতীয় এলিজাবেথ কর্তব্যনিষ্ঠা ও জনগণের প্রতি নিবেদিতপ্রাণ হয়ে নিজেকে নিয়েছেন এক অনন্য উচ্চতায়।
বিরোধী দলীয় নেতা বলেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের আমন্ত্রণে ১৯৮৩ সালে রাণী বাংলাদেশ সফর করেন,যা ছিল স্বাধীন বাংলাদেশে তাঁর প্রথম ও শেষ সফর।
বিরোধী দলীয় নেতা রাণী দ্বিতীয় এলিজাবেথের আত্নার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।