মনির খান, স্টাফ রিপোর্টার: এস আই রফিকুল ইসলাম গতকাল ১৫ ই জানুয়ারি ২০২২ তারিখ সকাল ১০ টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, তখন প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের সময় মৃত্যু বরন করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) লোহাগড়া থানা পুলিশের মাধ্যমে জানা যায় তিনি স্টোক জনিত কারণে মারা গিয়েছেন।
কিছুদিন আগে তিনি নড়াইল ডিবি পুলিশ থেকে লোহাগড়া থানার সেকেন্ড অফিসার হিসাবে যোগ দান করেন । তিনি একজন ভাল মনের অধিকারী পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন।
অল্প সময়ের মধ্যে তার উপর অর্পিত দায়িত্বর কে মূল্যায়ন করে জনগণের বন্ধু হিসাবে ভালো ব্যবহার দিয়ে লোহাগড়া উপজেলার মানুষের মন জয় করে নিয়েছেন। তার মৃত্যুতে লোহাগড়া থানায় শোকের ছায়া নেমে আসে।
লোহাগড়া প্রেস ক্লাবের পক্ষ থেকে এস আই রফিকুল ইসলাম এর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করছি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।