মোঃ এনামুল হক, নড়াইল লোহাগড়া, স্টাফ রিপোর্টারঃ নড়াইল জেলার লোহাগড়া উপজেলাতে লোহাগড়া পৌরসভার নির্বাচন গত ২নভেম্বর ২০২১ ইংরেজি রোজ মঙ্গলবারে অনুষ্ঠিত হয়।

আজ দুপুর পর ১.২.৩ নং ওয়ার্ডের নবনির্বাচিত সংরক্ষিত আসনের কমিশনার মোসাৎ সেকেলা বেগম ইন্তেকাল করেন ইন্নালিল্লাহী ওয়াইন্না ইলাহী রাজিউন।

সেকেলা বেগম আনারস প্রতীক নিয়ে ২নভেম্বর রোজ মঙ্গলবারে বিজয় হয়েছিলেন, আজ ২০নভেম্বর রোজ শনিবার দুপুরে ইন্তেকাল করেন।

এই আকর্ষীক মৃত্যেতে গভীর শোক প্রকাশ করেন পৌর মেয়র ও প্রতিটি ওয়ার্ড কমিশনারসহ লোহাগড়ার সাধারন জনগন।

গভীর শোক প্রকাশ করেন, লোহাগড়া উপজেলা- রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ) সভাপতি মোঃ এনামুল হক, সাঃসম্পাদক ইমরুল হাসান এবং কমিটির সকল সাংবাদিকবৃন্দ।কমিটির সকলেই দোয়া করেন,আল্লাহপাক যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসীব করুক এবং রুহের মাগফিরাত কামনা করেন-আমিন।