শোক সংবাদ: নড়াইলের লোহাগড়ায় বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মোশারফ হোসেন ভূঁইয়া আমাদের মাঝে আর নেই !
বিশেষ প্রতিনিধি: মনির খান লোহাগড়া নড়াইল।
অদ্য ১৩ জানুয়ারি ২০২১ তারিখ লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মোশারফ হোসেন ভূঁইয়া ওরফে মুসা ভূঁইয়া ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন)। মৃত্যুকালে মরহুমের বয়স ছিল ৭৭ বছর। তিনি এক পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন। মরহুম মুসা ভূঁইয়া ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ গিয়াস উদ্দিন ভূঁইয়ার আপন বড় ভাই।
পারিবারিক সূত্রে জানা গেছে, চাকুরী থেকে অবসরের পর তিনি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ জনিত রোগ চাপ ও ডায়াবেটিক রোগে ভূগছিলেন।
বুধবার বিকাল ৪ টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন ভূঁইয়াকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন,উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) রাখি ব্যানার্জি । এশা বাদ রাত ৮ টায় লক্ষ্মীপাশা কওমী মাদ্রাসা মাঠে জানাযা শেষে এই বীর মুক্তিযোদ্ধাকে লক্ষ্মীপাশা কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। উক্ত জানাযায় সরকারী কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন ভূঁইয়ার মৃত্যুতে গভীরশোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, লোহাগড়া পৌরসভার সুযোগ্য মেয়র জননেতা জনাব আশরাফুল আলম, লোহাগড়া প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ আব্দুস সালাম খাঁন, সম্পাদক বদরুল আলম টিটো সহ সমাজের বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।