মোঃ রাশিদুল ইসলাম মাগুরা প্রতিনিধিঃ একত্তরের মহান স্বাধীনতা যুদ্ধের বীর সৈনিক মাগুরার শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামের সন্তান অবসরপ্রাপ্ত সুবেদার মেজর এম এ আব্দুল ওহাব মিয়ার মরদেহ সোমবার (১৯ জুলাই) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা-উল জান্নাহ, শ্রীপুর উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ উপজেলা মুক্তিযুদ্ধো সংসদ নেতৃবৃন্দ।
মুক্তিযুদ্ধকালীন মাগুরার শ্রীপুরের আকবরবাহিনীর অন্যতম কমান্ডার এবং প্রশিক্ষক, বীর মুক্তিযোদ্ধা সুবেদার মেজর (অব.) আবদুল ওহাব মিয়া রোববার রাতে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৭ বছর।
তাঁর মৃত্যতে শ্রীপুর প্রেসক্লাব, জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য জাহিদুল আলম, মাগুরা জেলা জাসদের সভাপতি সৈয়দ অহিদুল ইসলাম ফণি ও সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী, শ্রীপুর উপজেলা জাসদ সাধারণ সম্পাদক নুরুল আমীন বিশ্বাস, মাগুরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমাণ্ডার মোল্যা নবুয়ত আলিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। নামাজের জানাজা শেষে তাকে টুপিপাড়া পারিবারিক কবরস্থান দাফন করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।