মাগুরা প্রতিনিধিঃ মাগুরা রিপোর্টার্স ইউনিটি’র (এমআরইউ) সদস্য ও দৈনিক শ্যামবাজার পত্রিকার খুলনা ব্যুরো প্রধান সুজন মাহমুদ এর নানা মোঃ মোসলেম মোল্লার ইন্তেকালে মাগুরা রিপোর্টার্স ইউনিটির(এমআরইউ) শোক প্রকাশ করেছে।

গতকাল শনিবার ( ২৬ শে ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭.২০ মিনিটে মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। মৃত্যু কালে তিনি ছেলে, মেয়ে,নাতি-নাতনীসহ ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের নামাজের জানাযা আজ রবিবার সকাল ০৯.০০ ঘটিকায় পলাশবাড়িয়ায় তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। দূরদুরান্ত থেকে শত-শত মুসলিম জনতা জানাযার নামাজে অংশ গ্রহণ করেন।

সাংবাদিক সুজন মাহমুদ এর নানা মোঃ মোসলেম মোল্লার মৃত্যুতে এমআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি এইচ এন কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ ইউনুস আলী আজ এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
সেই সাথে এমআরইউ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়াও বিভিন্ন মহল ও সংগঠনের পক্ষ থেকেও শোক প্রকাশ হয়েছে।