মোস্তফা কামাল, কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ– কেশবপুর সাগরদাঁড়ি ইউনিয়নের শেখপুরা গ্রামে মোঃ তারিক হোসেন (৩৫) নামে এক পল্টি ফার্মের মালিক বিদ্যুতস্পর্শে নিহত হয়েছে।

বৃহস্পতিবার (০৫ আগস্ট) বিকালে ফার্মের চারপাশে কাপড়ের পর্দা টানানোর সময় এ দুর্ঘটনা ঘটে। মৃত্যু মোঃ তারিক হোসেন ঢিপারমাঠ গ্রামের নিছার আলির ছেলে। তার ৪ বছরের একটি পুত্র সন্তান রয়েছে।

তার অকাল মৃত্যুতে পরিবারের লোকজন ও আশপাশের মানুষের আহাজারিতে গোটা এলাকার আকাশ বাতাস ভারি হয়ে উঠছে। নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ফার্মের কাটাঁ তারের বেড়ায় বিদ্যুৎ সনচ্লন হয়ে যায়।

প্রতিদিনের ন্যায় ফার্মে কাজ করার সময় অসাবধানতা বসত বেড়ায় হাত লাগলে দুর্ঘটনাতি ঘটে এতে গুরুতরো অসুস্থ অবস্থায় তাকে দুরুত্ব এম্বুলেন্স করে কেশবপুর সদর হসপিটালে নেওয়া হচ্ছিলো পথেমধ্যই তার মৃত্যু হয়। বিস্তারিত আসছে…